মাগুরার শালিখা উপজেলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের বেয়াদব বলে তিরস্কার করায় শ্রীপতি বিশ্বাস নামে ১ শিক্ষকের ঠোঁট কামড়িয়ে ছিঁড়ে নিয়েছে উজ্জ্বল মজুমদার নামে অপর শিক্ষক। গত সোমবার সন্ধ্যায় শালিখা উপজেলার ধনেশ্বরগাতি বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শ্রীপতি বিশ্বাসকে মাগুরা সদর...
উপমহাদেশের অলিকুল সম্রাট, মুজাদ্দিদে জামান, চারি তরিকার পীরে কামেল, আমিরুশ-শরিয়ত ওয়াত তরিকত ফুরফুরা শরীফের হযরত দাদা পীর ছাহেব কেবলাহ আলা আলহাজ হযরত আবু বক্কর ছিদ্দিকী (রহ.) এবং তদীয় প্রাণ প্রিয় প্রধান খলিফা সুলতানুল ওয়ায়েজীন আলেমকুল শীরমনি মুহাদ্দিস, মুফাচ্ছির, ফকিহ, শাহ্সুফি...